Friday, July 4
Shadow

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বলছে ইসরায়েল রাজি, হামাসকে চুক্তি মেনে নেয়ার আহ্বান

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তে ইসরায়েল সম্মত হয়েছে। তিনি ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসকে প্রস্তাবটি গ্রহণ করার আহ্বান জানান।

এদিকে, গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২৮ জন প্রাণ হারিয়েছেন মার্কিন ও ইসরায়েল সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (GHF)-এর খাদ্য বিতরণ কেন্দ্রে খাবারের অপেক্ষায় থাকার সময় গুলিবিদ্ধ হয়ে।

উত্তর গাজার সবচেয়ে বড় হাসপাতাল ‘আল-শিফা’ মেডিকেল সেন্টারের কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালটিতে জ্বালানির সংকট চরম আকার ধারণ করেছে। ইসরায়েলি অবরোধের কারণে বিদ্যুৎ উৎপাদন একেবারে বন্ধ হয়ে গেছে। এতে শত শত রোগী মৃত্যুর মুখে রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের গাজা আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৫৬,৬৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,৩৪,১০৫ জন
অন্যদিকে, ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং দুই শতাধিক মানুষকে হামাস বন্দি করে নিয়ে যায়।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *