Monday, June 30
Shadow

৯ বছর পূর্ণ করল চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সি৯০৯ জেটলাইনার

চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আঞ্চলিক জেট বিমান সি৯০৯ শনিবার বাণিজ্যিক পরিষেবার নবম বর্ষপূর্তি উদযাপন করছে। গত নয় বছরে এই বিমানটি চীনের বিমান শিল্পে একটি গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে।

চীনের বেসামরিক বিমান নির্মাতা কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না-কোমাক এর তৈরি এই বিমানটি প্রথমবারের মতো আকাশে যাত্রী নিয়ে ওড়েছিল ২০১৫ সালের জুন মাসে। এরপর থেকে এটি অভ্যন্তরীণ আকাশপথে নির্ভরযোগ্য ও কার্যকর আঞ্চলিক পরিবহন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

চীনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৬৬টি সি৯০৯ বিমান সরবরাহ করা হয়েছে, যেগুলো সম্মিলিতভাবে প্রায় আড়াই কোটি যাত্রী পরিবহন করেছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *