
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংছি এলাকার এক গ্রামের বাসিন্দাদের উদ্দেশে চিঠিতে জাতিগত সম্প্রীতি রক্ষা এবং আরও সুখী ও সমৃদ্ধ জীবন গঠনের আহ্বান জানিয়েছেন।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিঠিতে লেখেন, ‘জেনে ভালো লাগছে যে সাম্প্রতিক বছরগুলোতে গ্রামে নানা পরিবর্তন এসেছে এবং আপনাদের আয় বেড়েছে। এতে আমি খুবই আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘দলের সীমান্ত উন্নয়ন নীতিমালার আলোকে আপনারা যেন এই মালভূমি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা, পর্যটন ব্র্যান্ড গড়ে তোলা এবং একটি সমৃদ্ধ ও স্থিতিশীল সীমান্ত অঞ্চল গঠনে আরও বড় ভূমিকা রাখেন—এটাই আমার প্রত্যাশা।’
নিংছির এই গ্রামটি সাম্প্রতিক বছরগুলোতে গ্রামীণ পর্যটনকে ঘিরে উল্লেখযোগ্য উন্নয়ন করেছে। সেই সঙ্গে স্থানীয় সমবায় অর্থনীতি মজবুত হয়েছে এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি জোরদার হয়েছে।
২০২১ সালের জুলাই মাসে প্রেসিডেন্ট সি নিজেই এই গ্রাম সফর করেন। তার সেই সফরের স্মৃতিচারণ করে এবার গ্রামবাসীদের উদ্দেশে পাঠানো এই চিঠি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
সূত্র: সিএমজি