সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম: কুমিল্লার লাকসামে শুক্রবার (২৭ জুন) বাল্যবিয়ের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বর-কণে বাবাসহ তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ওইদিন দুপুরে উপজেলার আজগরা ইউনিয়নের কালিয়াচৌঁ গ্রামের ইলিয়াছ মিয়ার বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। দন্ডপ্রাপ্তরা হলেন, কনের বাবা তোফায়েল আহমেদ (৪৫), বরের বাবা মো. ইব্রাহিম খলিল (৪৫) এবং বিয়ের আয়োজনের সঙ্গে জড়িত মো. আবু তাহের ফয়েজ (৩৫)। ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে উপজেলার আজগরা ইউনিয়নের কালিয়াচৌঁ গ্রামের ইলিয়াছ মিয়ার বাড়িতে একটি বাল্যবিয়ের আয়োজন চলছে। গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করেন।
ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন বর-কণে দু’জনই অপ্রাপ্তবয়স্ক। তখন তাৎক্ষণিক ভাবে বিয়ের আয়োজন বন্ধ করে দেন তিনি।
তিনি জানান, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ধারা ৮ অনুযায়ী বর ও কণের বাবা এবং বিয়ের আয়োজনের সঙ্গে জড়িত একজনসহ মোট তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।