চায়না-আসিয়ান মুক্ত বাণিজ্য অঞ্চল (সিএএফটিএ) চুক্তির ‘সংস্করণ ৩.০’ বাস্তবায়ন, সরবরাহ চেইন সহযোগিতা আরও জোরদার করবে এবং শিল্পের আধুনিকীকরণে গতি আনবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
রোববার হাইনান প্রদেশের হাইখৌতে অনুষ্ঠিত ২০২৫ সালের ‘আরসিইপি মিডিয়া ও থিঙ্ক ট্যাঙ্ক’ ফোরামে এক সংলাপে বক্তৃতাকালে বিশেষজ্ঞরা এই মন্তব্য করেন।
বিশেষজ্ঞরা বলেন, সিএএফটিএ চুক্তির ‘সংস্করণ ৩.০’ শুধু আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব সহযোগিতা বাড়াবে না, বরং একতরফাবাদ থেকে সৃষ্ট ঝুঁকি কমাতেও সহায়তা করবে।
শানতোং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্ব অর্থনীতির অধ্যাপক চাং লিচুয়ান বলেন, সিএএফটিএ চুক্তির ‘সংস্করণ ৩.০’ চীন ও আসিয়ান উভয়কেই বৈশ্বিক মূল্য শৃঙ্খল পুনর্বিন্যাস করতে, পারস্পরিক উন্মুক্ততা গভীর এবং উদীয়মান শিল্পগুলোতে সহযোগিতা বাড়াতে সহায়তা করবে।
শুল্ক প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, এই বছরের প্রথম চার মাসে চীন-আসিয়ান বাণিজ্য ২.৩৮ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৩২৯.৬২ বিলিয়ন ডলার) এ পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯.২ শতাংশ বেশি এবং চীনের মোট বৈদেশিক বাণিজ্যের ১৬.৮ শতাংশ।
কাস্টমসের তথ্য অনুসারে, জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আসিয়ান বাজারে সুপ্রিম ইন্টেলিজেন্ট টেকনোলজি কোম্পানির রপ্তানি বার্ষিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮০ মিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।
সূত্র: সিএমজি