
খুলনাঃ শুক্রবার (২৩ মে) দুপুরে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার বসুপাড়া কবরস্থানে সাকিব রায়হানের কবরে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। পরে করেন মোনাজাত।
জিয়ারত শেষে উপদেষ্টা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) বিভিন্ন প্রকল্প দেখতে যান। এসময় কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন, খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হকসহ কেডিএর ঊধর্ধতন কর্তৃপক্ষ এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন সাকিব রায়হান। পরে তাকে খুলনায় এনে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। সাকিব তিন ভাই-বোনের মধ্যে ছোট। খুলনা থেকে ঢাকায় গিয়েছিলেন চাকরির খোঁজে।