Thursday, May 29
Shadow

পালসারও হিলিয়াম নক্ষত্রের বিরল যুগল ব্যবস্থা শনাক্ত করেছেন চীনা বিজ্ঞানীরা

চীনের জ্যোতির্বিজ্ঞানীরা তারকার কমপ্যাক্ট বাইনারি সিস্টেম আবিষ্কার করেছেনএকটিতে রয়েছে মিলিসেকেন্ড পালসার এবং অন্যটিতে আছে একটি হিলিয়াম তারাবিরল আবিষ্কার নক্ষত্রের বিবর্তন তত্ত্ব নিয়ে ভবিষ্যৎ গবেষণায় নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে

চীনের জাতীয় জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগারের অধ্যাপক হান চিনলিনের নেতৃত্বে চালানা গবেষণায় ব্যবহার করা হয়েছে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপচীনের তৈরি ফাইভহানড্রেডমিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ বা ফাস্টগবেষণার বিস্তারিত বৃহস্পতিবার সায়েন্স অনলাইনে প্রকাশিত হয়েছে

পালসার হলো এমন এক ঘূর্ণায়মান নিউট্রন তারা, যা সুপারনোভার মাধ্যমে ভেঙে পড়া বিশাল তারা থেকে তৈরি হয়এরা চৌম্বক মেরু থেকে রেডিও তরঙ্গের জোড়া বিকিরণ ছড়ায়, যা পৃথিবীতে পালস আকারে ধরা পড়ে

ফাস্টএর দারুণ সংবেদনশীলতা শনাক্তকরণ ক্ষমতার ফলে গবেষকরা ১০.৫৫ মিলিসেকেন্ড স্পিন পিরিয়ডবিশিষ্ট একটি পালসার শনাক্ত করেন, যার কক্ষপথের ব্যাস লক্ষ কিলোমিটার এবং ঘূর্ণনকাল দশমিক ঘণ্টা

এর সংযুক্ত তারাটির ভর সূর্যের চেয়ে দশমিক গুণ পর্যন্ত হতে পারে

বিজ্ঞানীদের ব্যাখ্যায়, এই যুগল ব্যবস্থা সম্প্রতি একটি ধাপের মধ্য দিয়ে গেছে, যার ফলে ঘন একটি কক্ষপথের সৃষ্টি হয়েছেএই ধরনের ব্যবস্থা খুবই দুর্লভ স্বল্পস্থায়ীগোটা গ্যালাক্সিতে এমন বাইনারি সিস্টেম বড়জোর কয়েক ডজন থাকতে পারে

এই আবিষ্কার নক্ষত্রের বিবর্তন, কম্প্যাক্ট তারাভিত্তিক ভর আকর্ষণ প্রক্রিয়া এবং গ্র্যাভিটেশনাল ওয়েভের উৎস হিসেবে যুগল তারার সংমিশ্রণতিনটি ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ

উল্লেখ্য, চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের কুইচৌ প্রদেশের একটি সুবিশাল প্রাকৃতিক গর্তে ফাস্ট টেলিস্কোপ ২০২০ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *