Thursday, May 22
Shadow

খুলনায় নদী থেকে বালু উত্তোলনে ৩৫ হাজার টাকা জ‌রিমানা


এম এন আলী শিপলু, খুলনা : খুলনার কয়রায় কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুই ড্রেজার মালিক কে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ মে) বেলায় ১টা ৪০ মিনিটে ভ্রাম্যমাম আদালতের মাধ্যমে মদিনাবাদ গ্রামের ইউনুচ গাজীর ছেলে লিটন গাজীকে ১৫ হাজার টাকা ও মৃত সোহরাব হোসেনের ছেলে আরাফাত হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, কপোতাক্ষ নদী থেকে গোবরা গ্রামে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস সাথে সাথে উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে গোবরা গ্রামে উপস্থিত হলে ড্রেজার মালিকরা ইউএনও উপস্থিতি টের পেয়ে সেখান থেকে ট্রলার নিয়ে মদিনাবাদ লঞ্চঘাটে আসেন। পরবর্তীতে নির্বাহী অফিসার সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিককে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারার ৩৫ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলি বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানার এস আই তনয় কুমার, ও ইউএনও অফিসের পেশকার মো. রিপন আল মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *