Tuesday, May 20
Shadow

সৌদি ছেড়ে ব্রাজিলে রোনালদো

সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ৩০ জুন। তবে এখনো পর্যন্ত পর্তুগিজ মহাতারকার সঙ্গে নতুন কোনো চুক্তির খবর জানায়নি ক্লাবটি। এরই মধ্যে বিশ্বব্যাপী শুরু হয়েছে রোনালদোর ক্লাব বদলের গুঞ্জন। আর এবার সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে ব্রাজিল।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানায়, আসন্ন ক্লাব বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের একটি ক্লাব থেকে রোনালদো পেয়েছেন এক লোভনীয় প্রস্তাব। যদিও ওই ক্লাবটির নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি, তবে বিষয়টি ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে রোনালদোর ব্রাজিলে খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন দেশটির শীর্ষ ক্লাব বোতাফোগোর কোচ রেনাতো পাভিয়া। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,
“বড়দিন তো শুধু ডিসেম্বরে আসে… কিন্তু যদি সে (রোনালদো) আসে, তাহলে এমন একজন তারকাকে না বলার উপায় নেই। আমি আসলে কিছু জানি না, শুধু প্রশ্নের উত্তর দিলাম। তবে কোচ হিসেবে আমি তো অবশ্যই সেরা খেলোয়াড়দেরই চাই।”

রোনালদোর দক্ষতার প্রশংসা করে পাভিয়া আরও বলেন,
“এই বয়সেও রোনালদো এক কথায় গোলমেশিন। এমন কোনো দলে যদি খেলেন, যেখানে একের পর এক গোলের সুযোগ তৈরি হয়, তাহলে তিনি দারুণ খেলবেন।”

চলতি মৌসুমে রোনালদো আল নাসরের হয়ে ৩৯টি ম্যাচে করেছেন ৩৩টি গোল। ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল থাকলেও ক্লাব হিসেবে কোনো ট্রফি জেতেনি আল নাসর। এমনকি তারা জায়গা পায়নি ক্লাব বিশ্বকাপেও। পাশাপাশি আগামী মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট পর্বেও খেলতে পারবে না সৌদি প্রো লিগের এই ক্লাবটি।

অন্যদিকে, ক্লাব বিশ্বকাপের এবারের আসরে ব্রাজিল থেকে অংশ নিচ্ছে চারটি ক্লাব—ফ্লুমিনেন্স, ফ্লামেঙ্গো, পালমেইরাস ও বোতাফোগো। আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে হবে এই টুর্নামেন্ট।

এই প্রেক্ষাপটে বোতাফোগোর মতো একটি ক্লাবের প্রস্তাব রোনালদোর ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা। বয়স পেরোলেও মাঠে রোনালদোর উপস্থিতি এখনো একই রকম প্রভাব বিস্তারকারী। তাই আগামী মৌসুমে তার গন্তব্য কোথায় হবে, তা জানতে আগ্রহে তাকিয়ে আছে বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *