Thursday, May 22
Shadow

বৈশ্বিক স্বীকৃতি পেল চীনের সবুজ বিদ্যুৎ সনদ

চীনের সবুজ বিদ্যুতের সনদ এখন বৈশ্বিক স্বীকৃতি পেয়েছে। আরই১০০ নামের একটি আন্তর্জাতিক সংস্থা এই সনদ প্রক্রিয়াকে স্বীকৃতি দিয়েছে। এতে করে চীনের নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার আরও সহজ ও বিশ্বাসযোগ্য হবে বলে জানিয়েছে চীনের জাতীয় জ্বালানি প্রশাসন (এনইএ)।

এনইএ জানায়, এই স্বীকৃতির ফলে আন্তর্জাতিক কোম্পানিগুলো চীনের পরিবেশবান্ধব বিদ্যুৎ কিনে সহজেই প্রমাণ করতে পারবে যে তারা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করছে।

এখন ২৭০টি আরই-১০০ সদস্য-কোম্পানি চীনের সবুজ বিদ্যুৎ কিনছে। তাদের বার্ষিক সবুজ বিদ্যুৎ ব্যবহার ৭৭ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা।

এই সনদ পাওয়া যায় প্রতি ১,০০০ কিলোওয়াট-ঘণ্টা নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পর। এটি চীনের একমাত্র সরকারিভাবে স্বীকৃত গ্রিন এনার্জি সনদ।

চীনের এই সনদ ব্যবস্থা চালু হয় ২০১৭ সালে। ২০২৩ সালে এটি সম্প্রসারণ করা হয় সব ধরনের নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্পে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *