Sunday, May 18
Shadow

সুনামগঞ্জের ধর্মপাশায় সংবাদ সম্মেলন 

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের ছোট কান্দার বন্দোবস্তপ্রাপ্ত ভূমির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুর ১২ ঘটিকায় উপজেলার বাদশাগঞ্জ বাজারে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পারভীনা আক্তার, শাহেদ মিয়া, মালেক, আব্দুল খালেক, সিদ্দিক, আমির হামজা, রহিম, শহীদ মিয়া, রহমত উল্লাহ, আনিস, আব্দুল হাই সহ ২২ পরিবারের নারী পুরুষ। লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সকলের পক্ষে থেকে হাফেজ মামুন মিয়া, তিনি বলেন, আমরা সুনই গ্রামের ছোট কান্দা এলাকার সরকারিভাবে বন্দোবস্তপ্রাপ্ত ভূমির অধিকারী পরিবারগুলো, আজ আপনাদের সামনে গভীর উদ্বেগ ও অসহায়ত্ব নিয়ে উপস্থিত হয়েছি।

দীর্ঘদিন ধরে আমরা এই এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস ও চাষাবাদ করে আসছি। সরকারের বিধি অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে আমরা এসব ভূমির বন্দোবস্ত পেয়েছি। পাশাপাশি ২৩ -২৪ বছর যাবত উক্ত বন্দোবস্তকৃত জমির খাজনা পরিশোধ করে আসিতেছি। অথচ বর্তমানে একটি অসাধু চক্র যাদের মধ্যে (১) সোনা মিয়া, পিতা-সাহেব আলী, (২) শরিফুল আহমেদ মামুন, পিতা- মৃত- আলী আমজাদ, (৩) নুরুল হক, পিতা- মৃত- আলী উসমান, (৪) তৈয়বুর রহমান, পিতা- মৃত- আব্দুল খালেক, (৫) সাইফুল, পিতা- মৃত- ওয়াজ উদ্দিন, (৬) মেহেদী হাসান ডালি (মাস্টার), পিতা- লাল মিয়া। তাহারা মূলত, পরিকল্পিতভাবে আমাদের এই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে।

এই চক্রটি নানা প্রভাব খাটিয়ে, মিথ্যা তথ্য ও কাগজপত্র ব্যবহার করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আমাদের বন্দোবস্ত বাতিল করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে শুধু আমরা আমাদের বসতভিটা হারানোর আশঙ্কায় আছি না, বরং একটি বৃহৎ জনগোষ্ঠীর জীবিকা ও মানবাধিকার হুমকির মুখে পড়েছি।

বর্নিত জমি অবৈধ ভাবে দখল করে আসছে উপরোল্লিখিত লোকজন-

বিপুল রানা, আলী আহমদ, আইনাল হক,রোবেল মাস্টার, দুলাল মিয়া, ওয়াসিম মাস্টার, জামাল, রনি শাহ, রোমান শাহ, কামরুল মিয়া।

আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাই: ১. অবিলম্বে এই অসাধু চক্রের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। ২. আমাদের বন্দোবস্তপ্রাপ্ত ভূমির ওপর বৈধ অধিকার সংরক্ষণ করুন। ৩. আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন, যাতে কেউ আমাদের ভয়ভীতি প্রদর্শন না করতে পারে।

আমরা বিশ্বাস করি, প্রশাসন ও জনগণ আমাদের পাশে থাকবে, এবং একটি ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় সহায়তা করবে।

সবশেষে, গণমাধ্যমের কর্মীদের অনুরোধ করবো, আপনারা বিষয়টি তুলে ধরে আমাদের পাশে দাঁড়ান, যেন আমরা আমাদের জমি ও অধিকার ফিরে পাই।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *