Monday, May 19
Shadow

নতুন আঙ্গিকে নতুন ব্যবস্থাপনায় যাত্রা শুরু করলো সেন্ট্রাল সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক…… 

ইসমাইল ইমন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর চকবাজার প্রবর্তক মোড়ে নতুন আঙ্গিকে নতুন ব্যবস্থাপনায় ১৫ই মে বৃহস্পতিবার বেলা দশটায় উদ্বোধন হলো সেন্ট্রাল সিটি হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার।

ডা: জাহেদ বসরীর সঞ্চালনায় ও ডাক্তার মোঃ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহ নওয়াজ, রোটারিয়ান মোঃ জসিম উদ্দিন।

ফিতা ও কেক কেটে উদ্বোধন পরবর্তী প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন। একজন ডাক্তারকে রোগীর প্রতি মানবিক হতে হবে।ভালো ব্যবহার ভালো সার্ভিস দিয়ে রোগীর রোগ নির্ণয় করতে হবে। একজন রোগী যখন একজন ডাক্তারের কাছে ভালো সেবা, ভালো সার্ভিস পায় তখন সে নিজের আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীকে ডাক্তারের বিষয়ে জানালে ডাক্তার এবং একটি হসপিটালের জন্য ভালো মাধ্যম হয়ে দাঁড়ায় সেই রোগী। তাই সব সময় রোগীর প্রতি মানবিক হতে হবে যেনো, তেনো টেস্ট দিয়ে রোগীদের আর্থিক ক্ষতি সাধন করা যাবে না। রোগেদের জন্য একজন ডাক্তারের ভোকাল থেরাপি ও কাউন্সিলিং জরুরী। এ সময় সেন্ট্রাল সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক এর পরিচালকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন।     

ডা: মাহাবুবুল কদির,ডা:মুসলেহ উদ্দিন,ডা: রেজাউল ইসলাম,ডা: নুসরাত সুলতানা, ডাঃ গিয়াস উদ্দিন,ডা: জিয়াউর রহমান,ফয়সল বিন তৈয়ব, নিজামুল আলম খান সহ বিভিন্ন বিভাগের পরিচালক ও ডাক্তার বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *