Monday, May 19
Shadow

চাঁদাবাজি মামলায় সাবেক মহিলা কাউন্সিলর লিলি কারাগারে

খুলনা: খুলনার রয়েল মোড়ের একটি দোকানে চাঁদাবাজির অভিযোগে ৩১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা এবং কেসিসির সংরক্ষিত ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেকসোনা কালাম লিলিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। এর আগে মঙ্গলবার৯১৩ মে) দুপুর সোয়া ১ টার দিকে তাকে খুলনা সার্কিট হাউজের সামনে থেকে গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম বলেন, ২০২৪ সালের ১৬ জানুয়ারি নগরীর রয়েল মোড়ে ‘ফ্যাশান জোন বাই লিন্ডা’ নামের একটি দোকানে ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় মামলা করেন দোকান কর্মচারী আলভী হাসান নোভা। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *