Monday, May 19
Shadow

বৃহৎ আকারের ভূমিকম্প পর্যবেক্ষণ নেটওয়ার্ক স্থাপন করলো চীন

উত্তর- পশ্চিম চীনের কানসু প্রদেশের ঐতিহাসিক মাইচিশান গ্রোটোসে একটি অত্যাধুনিক ভূমিকম্প পর্যবেক্ষণ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। চীনের চারটি প্রধান কেভ কমপ্লেক্সের মধ্যে অন্যতম এই স্থানে স্থাপিত এই বৃহৎ আকারের সিস্টেমটির লক্ষ্য হলো ১ হাজার ৬০০ বছর পুরোনো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটির ভূমিকম্পের পূর্বসতর্কতা সক্ষমতা বৃদ্ধিকরা।

কানসু ভূমিকম্প সংস্থার প্রকৌশলী চৌওয়েইতোং জানান, এই পর্যবেক্ষণ নেটওয়ার্কটি ছোট ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থিত ২০০ টিরও বেশি সিসমিক স্টেশন এবং পাহাড়ের উপরে স্থাপিত ছয়টি স্টেশনকে সমন্বিত করেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী,  এই সিস্টেমটি নিয়মিত ডেটা প্রেরণ এবং ত্রিমাত্রিক মডেলিংয়ের মাধ্যমে ভূমিকম্পের কার্যকলাপ এবং কম্পনের রিয়েল-টাইম ট্র্যাকিং করতে সক্ষম।

দৈনন্দিন রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে প্রকৌশলীরা হাঁটার পথ এবং খাড়া পাহাড় জুড়ে কম্পনের ধরণ বিশ্লেষণ করার জন্য নোডালসিসমো মিটার ব্যবহার করছেন। উন্নত ক্ষতি সনাক্তকরণ প্রযুক্তি মিলিমিটার-স্তরের নির্ভুলতার সাথে কাঠামোগত সমস্যা চিহ্নিত করতে সাহায্য করছে, যা সময়োপযোগী মেরামতের নির্দেশনা দেবে। সূত্র: সিএমজিবাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *