Tuesday, May 20
Shadow

নেশার ট্যাপেন্টাডল সহ তিন মাদক কারবারি গ্রেফতার

সজীব হাসান, আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার (১২ মে) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।জানা যায়, গত রবিবার (১১ মে) রাতে উপজেলার নশরতপুর পলাশী দত্তবাড়িয়া গ্রামে মাদক কেনা বেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিনুর রহমানের বসতবাড়ীতে তল্লাসী চালিয়ে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার পলাশী দত্তবাড়িয়া গ্রামের বজলুরর রহমান ওরফে বুলুর ছেলে ছামিউর রহমান ওরফে শামীম (২৮) একই গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে সাগর আকন্দ (২৭) মৃত আবুল সরদারের ছেলে শাহিনুর রহমান (৩৩)। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মোস্তাফিজুর রহমান বলেন গ্রেফতারকৃত মাদক কারবারিদের গতকাল সোমবার মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *