
১৯ মে বাজারে আসছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের প্রথম হারমোনিওএস চালিত পার্সোনাল কম্পিউটার। এতে হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেমের ইকোসিস্টেম হবে আরও বিস্তৃত, যা ইতিমধ্যে তাদের স্মার্টফোন ও ট্যাবলেটে ব্যবহৃত হচ্ছে।
এটি চীনের সাধারণ ব্যবহারকারীদের জন্য প্রথম দেশীয়ভাবে নির্মিত অপারেটিং সিস্টেম চালিত পিসি। দীর্ঘদিন ধরে চলা মাইক্রোসফটের উইন্ডোজ ও অ্যাপলের ম্যাকওএস-এর আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতেই হুয়াওয়ের এই পদক্ষেপ।
পাঁচ বছরের গবেষণা ও উন্নয়নের ফসল হিসেবে কম্পিউটারগুলোকে সামনে আনছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি জানায়, হারমোনিওএস-এ থাকছে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা—ডেডিকেটেড সিকিউরিটি চিপ, এনক্রিপ্টেড ডেটা শেয়ারিং এবং নিরাপদ অ্যাক্সেস মেকানিজম।
নতুন পিসিগুলো হুয়াওয়ে ডিভাইসগুলোর মধ্যে স্মুথ কানেক্টিভিটি নিশ্চিত করবে। ব্যবহারকারীরা কিবোর্ড ও মাউস দিয়ে স্মার্টফোন, ট্যাবলেট ও কম্পিউটারের স্ক্রিনের মধ্যে অনায়াসে কাজ চালিয়ে নিতে পারবেন।
হারমোনিওএস চীনে ‘হংমেং’ নামে পরিচিত। এটি একটি ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম। স্মার্ট স্ক্রিন, ট্যাবলেট, ওয়্যারেবলস ও গাড়িসহ বিভিন্ন স্মার্ট ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে এটি। ২০১৯ সালের আগস্টে এর প্রথম সংস্করণ উন্মোচন করা হয়।
হুয়াওয়ের দাবি, তাদের হারমোনিওএস পিসি হাজারেরও বেশি এক্সটার্নাল ডিভাইসের সঙ্গে সংযোগে সক্ষম এবং এতে রয়েছে ১৫০টিরও বেশি ডেডিকেটেড পিসি অ্যাপ এবং ৩০০টির বেশি ইকোসিস্টেম কম্প্যাটিবল অ্যাপ।
সূত্র: সিএমজি