Thursday, May 8
Shadow

লাকসামে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারে দু’দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ সম্পন্ন 


মো. মুজিবুর রহমান দুলাল, লাকসাম : দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে লাকসামে দু’দিনব্যাপী ‘পুষ্টি সমৃদ্ধ ফসল চাষ এবং নিরাপদ খাদ্য উৎপাদন’ শীর্ষক কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ বুধবার (৭ মে) সম্পন্ন হয়েছে।

লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে আগেরদিন মঙ্গলবার (৬ মে) কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

৬০ জন উদ্যোক্তা কৃষক-কৃষাণীকে ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা  নিশ্চিতকরণ,  মৎস্য চাষ সম্পর্কিত আলোচনা এবং গবাদিপশু, হাঁস-মুরগি,ডিম, দুধ উৎপাদন বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।

দু’দিন ব্যাপী এ প্রশিক্ষণে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ, গবাদিপশু, হাঁস-মুরগি, দুধ-ডিম উৎপাদন বৃদ্ধি ও মৎস্য চাষ সম্পর্কিত বিষয়ে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লার অতিরিক্ত উপ-পরিচালক
শেখ আজিজুর রহমান, উপজেলা কৃষি কম্রকর্তা মো. আল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. কর্ণ চন্দ্র মল্লিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মমর্তা মো. শওকত আলী প্রমুখ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী মোহাম্মদপুর গ্রামের কৃষক আব্দুল ওহাব  ও মনপাল  গ্রামের কৃষাণী রহিমা বেগম জানান, “এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। বর্তমানে আমরা নিজেদের বাড়ির উঠানে, পতিত জায়গায় বিভিন্ন ধরণের বিষমুক্ত সবজি উৎপাদন করছি। যা বছরব্যপী আমাদের সবজি চাহিদা পূরণ করেও বাজারে বিক্রির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছি।”


এদিকে, প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে লাকসামের  কৃষি কর্মকর্তা মো. আল আমিন বলেন,
দু’দিনের প্রশিক্ষণে ৬০ জন কৃষক-কৃষাণী কৃষি, মৎস্য ও পশু পালন বিষয়ে বাস্তবসম্মত জ্ঞান অর্জনের মাধ্যমে খাদ্য উৎপাদন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করে দেশ ও জাতির কল্যান সাধন করা সম্ভব

তিনি আরো বলেন, স্থানীয় কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে কৃষি অফিস। আগামীদিনে আরও প্রশিক্ষণ কর্মসূচি পরিকল্পনা রয়েছে। যাতে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে এগিয়ে যেতে পারেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন অব্যাহত রাখার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *