Wednesday, May 7
Shadow

শেরপুরে লেমন হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

রিয়াদ আহাম্মেদ, শেরপুর :শেরপুরে চালকলের মাঠে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হাবিবুর রহমান তালুকদার ওরফে লেমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও জড়িত সকল আসামির গ্রেপ্তার ও ফাঁসির শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার ৪ এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনতার ব্যানারে এই মানববন্ধন করা হয়।

 নিহত হাবিবুর রহমান পৌরসভার দিঘারপাড় এলাকার ধান–চাল ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদারের ছেলে।

মানববন্ধনে বক্তারা লেমন কে নৃশংসভাবে হত্যার ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার ও আসামিদের দ্রুত বিচারসহ ফাঁসির দাবি জানান তাঁরা। তাঁরা আরও বলেন, এই মামলায় মাত্র ২ জন আসামি আটক হয়েছে বাকি আসামিরা পরিচিত হলেও এখনো আটক হচ্ছে না। আমরা অবিলম্বে আসামিদের গ্রেফতার ও ফাঁসির রায় দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীসহ প্রায় শতাধিক লোকজন অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *