
ফিলিস্তিনের গাজা উপত্যকায় তীব্র অপুষ্টি ও পানিশূন্যতায় ভুগে শিশুমৃত্যুর মর্মান্তিক চিত্র সামনে এসেছে। আলজাজিরার বরাতে জানা গেছে, গতকাল শনিবার আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, চলমান সংকটে অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত ৫১ জন শিশু প্রাণ হারিয়েছে।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজার পাঁচ বছরের কম বয়সী প্রায় ৩ লাখ ৩৫ হাজার শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে এবং যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে। ইসরায়েলের অবরোধ ও লাগাতার বিমান হামলায় মানবিক সহায়তা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান বলেছেন, “এক হাজারের বেশি শিশু অঙ্গহানির শিকার হয়েছে, হাজার হাজার শিশু গুরুতর মস্তিষ্ক ও মেরুদণ্ডের আঘাতে স্থায়ীভাবে বিকলাঙ্গ হয়ে পড়েছে।” তিনি আরও বলেন, “গাজার শিশুদের দেহ ও মন ভেঙে দেওয়া হচ্ছে। তারা অনাহারে ভুগছে। এটা একটি জঘন্য মানবিক অপরাধ।”
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন ৫২ হাজার ৪৯৫ জন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৮ হাজার।
জাতিসংঘ সতর্ক করেছে, অবরোধ চলতে থাকলে দুর্ভিক্ষ অনিবার্য এবং শিশুদের মধ্যে অপুষ্টির মাত্রা আরও ভয়াবহ আকার ধারণ করবে।