
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে পোপের পোশাকে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ছবি শেয়ার করেছেন। এতে ক্ষোভে ফেটে পড়েছে মার্কিন ক্যাথলিক সম্প্রদায়। বিশেষ করে নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স ট্রাম্পের এই কাজকে ‘অমার্জনীয় ও ধর্মীয় অনুভূতিতে আঘাত’ বলে মন্তব্য করেছে।
ছবিটি এমন এক সময়ে পোস্ট করা হয়, যখন ক্যাথলিক বিশ্ব পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকাহত এবং নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া চলছে। গত ২১ এপ্রিল প্রয়াত হন ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুর পর বিশ্বজুড়ে চোখ এখন ভ্যাটিকানে, যেখানে কনক্লেভের মাধ্যমে নতুন পোপ নির্বাচনের প্রস্তুতি চলছে।
এআই-নির্মিত ছবিতে ট্রাম্পকে পোপের রাজকীয় পোশাক, সোনার ক্রুশবিদ্ধ দুল এবং মিটার টুপি পরে দেখা যায়, যার ডান হাত আকাশের দিকে নির্দেশ করছে। এর কয়েকদিন আগেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প রসিকতা করে বলেছিলেন, “আমি পরবর্তী পোপ হতে চাই।”
নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স এক্স (সাবেক টুইটার)-এ লিখেছে, “এই ছবিতে কিছুই বুদ্ধিদীপ্ত বা রসিকতা ছিল না, প্রেসিডেন্ট সাহেব। আমরা আমাদের প্রিয় পোপ ফ্রান্সিসকে সদ্য বিদায় দিয়েছি, এমন সময় আপনার এই আচরণ আমাদের বিশ্বাসের প্রতি অবজ্ঞা।”
ইতালির সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি একে ‘বিশ্বাসীদের প্রতি অবমাননা’ বলে উল্লেখ করে বলেন, “এই কাজ প্রমাণ করে ট্রাম্প ধর্মীয় সংবেদনশীলতা নিয়ে রসিকতা করতেই বেশি আগ্রহী।”
তবে হোয়াইট হাউজ এ নিয়ে ওঠা সমালোচনাকে অস্বীকার করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালি গিয়েছিলেন এবং তিনি সব সময় ক্যাথলিক সম্প্রদায় এবং ধর্মীয় স্বাধীনতার পক্ষেই অবস্থান নিয়েছেন।”
ভ্যাটিকানে আগামী বুধবার থেকে শুরু হচ্ছে নতুন পোপ নির্বাচনের আনুষ্ঠানিক কনক্লেভ, যা বিশ্বের কোটি কোটি ক্যাথলিক ধর্মাবলম্বীর জন্য এক আবেগঘন মুহূর্ত।
সূত্র: বিবিসি