Thursday, May 8
Shadow

মহিলা দল নেত্রীকে মারপিটঃ খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত


মোরশেদ খুলনাঃ খুলনায় বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিটের ঘটনায় খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার (৩ মে) মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর খুলনা মহানগর কমিটি গঠন করা হবে।’

এর আগে গতকাল শুক্রবার (২ মে) বিকালে বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করেন‌ মহিলা দলের সভানেত্রী আজিজা খানম এলিজার অনুসারীরা।‌

বিষয়টি তিনি মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং মহিলা দলের কেন্দ্রীয় নেত্রীদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *