Thursday, May 8
Shadow

গুচ্ছ বি ইউনিটের পরীক্ষার্থীদের সহায়তায় ববি ছাত্রদল 

ফখরুল ইসলাম ফাহাদ,  বরিশাল বিশ্ববিদ্যালয় : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের  বি ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানবিক সহায়তা কেন্দ্র চালু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের চাপ লাঘব ও সহায়তা প্রদানই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংগঠনটি। ভর্তি পরীক্ষার সময় যাতে শিক্ষার্থীরা নিরাপদ, স্বস্তিকর ও সহযোগিতাপূর্ণ পরিবেশে থাকতে পারেন, সেই উদ্দেশ্যে ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে সহায়তা করছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অস্থায়ী সহায়তা কেন্দ্র চালু করা হয় ছাত্রদলের মানবিক সহায়তা কেন্দ্রে রয়েছে বিশুদ্ধ পানীয় জল, কলম ও পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম, ওরস্যালাইন তথ্য সেবা ইত্যাদি। এছাড়া পরীক্ষার বিভিন্ন তথ্য, বাসস্থান, প্রয়োজনীয় জিনিস রাখার স্থান এবং যাতায়াত সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য চালু করা হয়েছে তথ্য ও দিকনির্দেশনা সেল।

শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের জন্য রাখা হয়েছে নির্ধারিত বিশ্রামস্থল ও ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রাখার নিরাপদ স্থান। এতে অভিভাবকদের মাঝেও স্বস্তির ছাপ দেখা গেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য আরিফ ইসলাম শান্ত বলেন, “মানবতার পাশে দাঁড়ানোই ছাত্ররাজনীতির মূল পরিচয়। ছাত্রদল তার কার্যক্রমের মাধ্যমে সেটাই প্রমাণ করছে।”বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করছে, বিশেষত ভর্তি পরীক্ষার সময়। ছাত্রদল শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য এবং দিকনির্দেশনা প্রদান করে, যাতে তারা পরীক্ষার প্রস্তুতি সুষ্ঠুভাবে নিতে পারে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল ধাপের সঠিক ধারণা দেয়ার মাধ্যমে শিক্ষার্থীদের কষ্ট কমানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া, ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের সহায়তার জন্য বিশেষ কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে তারা প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা পেতে পারেন।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আজমাইন সাকিব জানান, “বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে আসছে, বিশেষত ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়গুলোতে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং তাদের সকল প্রয়োজনে পাশে থাকা।

ভর্তি পরীক্ষার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছি,  সুষ্ঠুভাবে নিতে পারে। এছাড়াও, পরীক্ষার সময় শিক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র চালু করেছি, প্রস্তুতি এবং প্রয়োজনীয় পরামর্শ পেয়ে থাকেন। অভিভাবকের বিশ্রামের স্থান সহ প্রয়োজনীয় সকল প্রকার তথ্য সহতায় নিশ্চিত করার চেষ্টা করেছি 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীবান্ধব কাজ করেছে ভবিষ্যতেও এই ধারাব অব্যাহত থাকবে

উল্লেখ্য, ২ মে ২০২৫, শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে গুচ্ছভুক্ত সি ইউনিট (ব্যবসায় শিক্ষা শাখা)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এই পরীক্ষা ২১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় তাদের অন্যতম ভর্তি পরীক্ষার কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *