Wednesday, May 7
Shadow

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ঈদ পূর্ণমিলনি,  সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মাসুদুর রহমান, দিনাজপুরঃ বুধবার (৩০ এপ্রিল ২০২৫) দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নিচতলা মিলনায়তনে এই আলোচনা সভা ও ঈদপূণর্মিলনি অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোঃ আলমগীর কবির। এ সময় তিনি বলেন, একমাত্র বিচারক ও আইনজীবীদের নামের আগে বিজ্ঞ কথাটি বলা হয়, অন্য কোন পেশার ক্ষেত্রে এই কথাটি হয় না। তাই, আমরা যেন আমাদের মর্যাদা রক্ষা করতে পারি সকলকে এই চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষ জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জজ মোঃ হুমায়ূন কবির, দিনাজপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জুলফিকার উল্ল্যাহ।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ খয়রাত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের জিপি এ্যাডভোকেট মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে জেলা জজ আদালতের অন্যান্য বিচারকবৃন্দ, পিপি এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহফুজুর রহমান খান বিপুল, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান সোহাগ, জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সকল সদস্যসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *