Thursday, May 8
Shadow

আমতলীতে বাবার বাড়িতে বেড়াতে এসে দুই সন্তানের জননীর বজ্রপাতে মৃত্যু!

মাইনুল ইসলাম রাজু , আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে বাবার বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে পোলেনুর বেগম (২৫) নামের দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী মাঝগ্রামে ওই ঘটনা ঘটে। 

নিহত পোলেনুর বেগম উপজেলার কৃষ্ণনগর গ্রামের শামিম মৃধার স্ত্রী এবং পশ্চিম চুনাখালী মাঝ গ্রামের মোছলেম গাজীর মেয়ে।  

স্থানীয় সূত্রে, জানা গেছে, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের মোসলেম গাজীর মেয়ে পোলেনুর বেগম গত সোমবার বাবার বাড়ীতে বেড়াতে আসেন। মঙ্গলবার দুপুরে মা গোলভানু মাঠে মুগ ডাল তুলতেছিল। ওই মুগ ডাল বাড়ী আনতে মাঠে যায় পোলেনুর। ডাল নিয়ে বাড়ী ফেরার পথে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। ওই বজ্রপাতে পোলেনুরের শরীর জ্বলসে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন, এই তথ্য নিশ্চিত করেন আমতলী থানা। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার আবেদন করলে সরকারীভাবে আর্থিক সহায়তা করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *