
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুরের নালিতাবাড়িতে নিখোঁজের দু’দিন পর জাহাঙ্গীর আলম (২৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫এপ্রিল) দুপুরে নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা এলাকার ভোগাই নদী থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ঐ ব্যক্তি নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা মহাখালী এলাকার সামেদুল ইসলামের ছেলে এবং পেশায় একজন রং মিস্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, জাহাঙ্গীর বিগত দুইদিন আগে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরবর্তীতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এদিকে আজ সোমবার সকালে স্হানীয় শিমুলতলা এলাকার ভোগাই নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্হানীয়রা। এরপর খবর পেয়ে পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশটি নিহত রং মিস্ত্রী জাহাঙ্গীর আলমের বলে জানা যায়।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা সহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।