Thursday, May 8
Shadow

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করলো ফেনী জেলা

২৮শে এপ্রিল বিকাল ৪টায় ফেনীর জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম এবং ক্রীড়া অফিসার হেনা আক্তারের উপস্থিতিতে দল ঘোষণা এবং দলটির জার্সি এবং টি-শার্ট উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেনী সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল আনোয়ার শিমুল, নোফেল স্পোর্টিং ক্লাবের হেড কোচ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।
দলটির ম্যানেজার হিসেবে রয়েছে সাবেক ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য আফসারুল হাই উজ্জ্বল, কোচ হিসেবে রয়েছে সাবেক আরামবাগ ক্লাবের ক্যাপ্টেন আবু সুফিয়ান জাহিদ।
ফেনী জেলা দলে মোট ১৯ জন খেলোয়াড় ডাক পেয়েছে তাঁরা হলেন:- সিফাত, রাসুল, রবিন, সাইদুল, রাব্বানী, রাকিব (১), অনিক, রাকিব(২), মাইনউদ্দীন, সাকিব, সানোয়ার, ইমন, হামিম, ইয়াসিন, রিসাত, অন্তর, জিসান, মেহেদী এবং রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম বলেন, আমি ফেনী জেলায় আসার পর, এটা ফেনী জেলা দলের প্রথম কোন বড় প্রতিযোগিতা অংশগ্রহণ। আমি আশা করছি দলটি কাঙ্ক্ষিত সাফল্য এনে আমাদেরকে গর্বিত করবে। দলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।
ক্রীড়া অফিসার হেনা আক্তার বলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দল গঠন করেছি, এখন তা মাঠে করে দেখানোর পালা। কোচ এবং ম্যানেজারকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি, যাতে তারা ভালো একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করতে পারে।
দলটির ম্যানেজার আবসারুল হাই উজ্জ্বল বলেন, আমি ম্যানেজার হিসেবে এর আগে ফেনী জেলা দলের দায়িত্ব পালন করলেও, আমাদের কোচ হিসেবে জাহিদ এবারই প্রথম যাচ্ছে, নতুন কোচ এসেছে নতুন চিন্তা নিয়ে, আশা করছি ভালো কিছু হবে।
দলটির কোচ আবু সুফিয়ান জাহিদ বলেন, সল্প সময়ের মধ্যে একটি ভালো দল দাঁড় করানোর চেষ্টা করেছি, এই অল্প সময়ের মধ্যে যাদেরকে আমরা ভালো মনে করেছি সম্ভবত তাদের সবাইকে দলে নিয়েছি,ভুল ত্রুটি হতে পারে, সেটি আপনারা নিজ গুনে ক্ষমা করবেন। ফেনী জেলা দলের জন্য সবাই দোয়া করবেন।
ফেনী জেলা দলের সাবেক খেলোয়াড় এবং ফেনী সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক,আশরাফুল আনোয়ার শিমুল বলেন, এই দলটাকে নিয়ে আমি অনেক আশাবাদী, দলটিতে কোচ হিসেবে আছে দীর্ঘদিন ঢাকা লিগে দাপটের সাথে খেলা আবু সুফিয়ান জাহিদ।আমরা আশা করছি সে তার অভিজ্ঞতা খেলোয়াড়দের মাঝে শেয়ার করে খেলোয়াড়দের থেকে সেরা খেলোটা বের করে আনবে।
ফেনী জেলা দলের জন্য শুভকামনা রইলো।
নোফিল স্পোর্টিং ক্লাবের কোচ জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন আমি ফেনী জেলা দলের কোচ হিসেবে থাকায় সবাইকে অনেক কাছ থেকে দেখেছি। দলটির প্রতি আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে, আশা করছি ওরা আমাদের হতাশ করবে না।
অনুষ্ঠানে সোনালী অতীত ক্লাবের পক্ষ থেকে ফেনী জেলা দলের অফিসিয়ালদেরকে টি-শার্ট প্রদান করেন আফসারুল আনোয়ার শিমুল।ফেনী জেলা যুব ফুটবল উন্নয়ন সমিতির পক্ষ থেকে ফেনী জেলা দলকে একসেট টি-শার্ট উপহার দেন আবু সুফিয়ান জাহিদ এবং ফেনী জেলা দলকে স্পোর্টস ব্যাগ উপহার দেন আফসারুল হাই উজ্জ্বল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *