Thursday, May 8
Shadow

যুবকের পরিচয় না জানায় খুমেক হাসপাতালে হচ্ছে না চিকিৎসা

 দিন-দিন পচন বাড়ায় বের হচ্ছে তীব্র দুর্গন্ধ, আশপাশের রোগীরা বিপাকে
 জরুরী ভিত্তিতে (০১৯৬৯-৭৯৩৮৭৬) যোগাযোগের অনুরোধ


মরশেদ, খুলনাঃ দীর্ঘদিন ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন মানসিকভাবে অসুস্থ অজ্ঞাত পরিচয়ের এক যুবক। পচন ধরায় জরুরী ভিত্তিতে তার পা দুটি কেটে ফেলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ দুটি কাটতে প্রয়োজন পরিবারের সদস্যদের সম্মতি। এছাড়া প্রয়োজনীয় ওষুধের খরচের বিষয় তো আছেই। কিন্তু আনুমানিক ৩০/৩৫ বছর বয়সী ওই যুবকের পরিবারের সন্ধান পাওয়া যাচ্ছে না। এজন্য তার অস্ত্রপচারও করা যাচ্ছে না। দিন-দিন তার অবস্থার আরও অবনতি হচ্ছে।

হাসপাতালে গিয়ে দেখা য্য়, তৃতীয় তলায় সার্জারি ওয়ার্ডের মেঝেতে যুবক শুয়ে আছে। মানসিকভাবে অসুস্থ হওয়ায় নাম পরিচয় কিছুই বলতে পারেন না তিনি। তার পা পচে গেছে। দিন দিন পচন বাড়ছে। পচা স্থান থেকে বের হচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে আশপাশের রোগীরাও রয়েছেন বিপাকে।

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান খুলনা ব্লাড ব্যাংকের পরিচালক (অ্যাডমিন) মো. আসাদ শেখ জানান, চিকিৎসকরা তার পা দুটি কেটে ফেলার পরামর্শ দিয়েছেন। অস্ত্রাপচারের সকল খরচ আমরা বহন করতে রাজি আছি। কিন্তু পরিচয় না জানা এবং পরিবারের সম্মতি না থাকায় পায়ে অস্ত্রপচার করা যাচ্ছে না। এজন্য যুবকের পরিচয় জানতে জরুরী ভিত্তিতে (01969-793876) নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *