
জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। তদন্ত ছাড়াই নেওয়া এ সিদ্ধান্তকে ‘যুদ্ধের ঘোষণা’ হিসেবে দেখছে ইসলামাবাদ। এমন প্রেক্ষাপটে পানির অধিকার রক্ষায় দৃঢ় অবস্থান প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যেকোনো মূল্যে দেশের পানির অধিকার রক্ষা করা হবে।
শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপকালে এ মন্তব্য করেন শেহবাজ শরীফ।
আলাপে তিনি বলেন, পানিকে কখনও অস্ত্র হিসেবে ব্যবহার মেনে নেওয়া হবে না। পাকিস্তান তার পানির অধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালাবে।
কাশ্মীরে পেহেলগাম হামলা নিয়ে পাকিস্তানের অবস্থান পরিষ্কার করে প্রধানমন্ত্রী জানান, এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা নেই। বরং গত দুই দশকে সন্ত্রাসবাদের বড় শিকার হয়েছে পাকিস্তান নিজেই—হাজার হাজার প্রাণহানি ও বিপুল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি।
পেহেলগাম হামলার নিরপেক্ষ তদন্তে প্রস্তুতির কথা জানিয়ে শেহবাজ বলেন, উত্তেজনাকর পদক্ষেপের পরিবর্তে শান্তির পথেই হাঁটতে চায় পাকিস্তান। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের ন্যায্য দাবি আদায়ে জাতিসংঘের প্রস্তাবগুলোর ভিত্তিতে পাকিস্তান সবসময় তাদের পাশে থাকবে।
শেহবাজ আরও জানান, কাশ্মীর ইস্যুতে যদি ইরান কোনো মধ্যস্থতাকারী ভূমিকা রাখতে চায়, তাহলে পাকিস্তান তা স্বাগত জানাবে।