
ফরিদ মিয়া, নান্দাইল: ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও বাজারে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ কেন্দ্রের ডিলার গইছখালী গ্রামের মৃত আবদুল কদ্দুসের পুত্র মোঃ জিল্লু রহমানের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়ম, দায়িত্বজ্ঞানহীনতা এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে সরকারী কর্মসূচীকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২০ এপ্রিল) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১১৭জন কার্ডধারী সহ এলাকাবাসী স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সে নিয়মিতভাবে ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে চাল বিতরণ করেন এবং ওজনে চাল কম দেওয়া সহ ভোক্তাদের সাথে অসৌজন্যেমূলক আচারণ করে থাকেন। গত ১৭ এপ্রিল রাতে ৫০-৬০বস্তা সরকারী চাল একটি টমটম গাড়ীতে করে অবৈধভাবে দ্রুত পাচার করে যার ভিডিও সংরক্ষিত আছে।
ধরগাঁও বাজারে ডিলারশীপ পরিচালনার করার মত তার কোন ঘর বা দোকান নেই। এলাকায় সে প্রচার করেছে মোটা অংকের টাকার বিনিময়ে ডিলারশীপ নিয়োগ পেয়েছি। কেউ আমার কিছু করতে পারবে না। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ পাওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। ইতি মধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে স্বাক্ষ্য প্রমাণ গ্রহন করেছেন। স্থানীয় সর্বস্তরের জনগন ও উপকার ভোগীরা অবিলম্বে দূর্নীতিবাজ ডিলার মোঃ জিল্লু রহমানের ডিলারশীপ বাতিল করে নতুন একজন ডিলার নিয়োগের জোরদাবী জানিয়েছেন।