Saturday, April 26
Shadow

চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রভাষক নিজাম উদ্দিন, কক্সবাজার: চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা মহনা হল রুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন, চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক, চকরিয়া পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা কুতুবউদ্দিন হেলালী, বরইতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খালেকুজ্জামানসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

সভায় অতিথিরা চকরিয়া পৌরসভার মহাসড়কের দুই পাশের যানজট নিরসনের বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি মাতামুহুরি নদী থেকে বালু উত্তোলন বন্ধ, কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের নির্মূলসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *