
খুলনা প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের ওপরে উঠে উল্টে পড়েছে। উপজেলার গুটুদিয়া বাস স্ট্যান্ড এলাকায় আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডুমুরিয়া হাইওয়ে থানার এস আই মোঃ কামরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, চুকনগর থেকে খুলনাগামী ওই বাসটি কয়েকজন যাত্রী নিয়ে খুলনার দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১ টার দিকে বাসটি গুটুদিয়া পৌঁছালে চলন্ত অবস্থায় রাস্তার ওপরে পাল্টি খায়। স্থানীয়রা ঘটনাটি শুনে উদ্ধার কাজে অংশ নেয়। তবে এ ঘটনায় কারও মৃত্যু হয়নি। কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়নি। তবে তাদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর পর ওই এলাকার রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।