
ববিতে উপাচার্যের অপসারণ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
ফখরুল ইসলাম ফাহাদ, ববি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে চলমান ছাত্র আন্দোলনে এবার একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগের শিক্ষার্থীরা পূর্বেই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনে সংহতি জানান শিক্ষকরা। পরে সাড়ে ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ঘুরে এসে গ্রাউন্ড ফ্লোরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক সহযোগী অধ্যাপক ড. সুজন চন্দ্র পাল এবং কেন্দ্রীয় লাইব্রেরির লাইব্রেরিয়ান সহযোগী অধ্যাপক ড. গাজী জহিরুল ইসলাম আজ পদত্যাগ করেছেন। এর আগে, দুটি হলের প্রভোস্ট ...