
সাড়া ফেলেছে ‘দাগি’, বেড়েছে শো
ঈদে মুক্তি পেয়েছে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমা ‘দাগি’। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। এই সিনেমার মাধ্যমে দুই বছর পর বড় পর্দায় ফিরেছেন নিশো। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও শহীদুজ্জামান সেলিম।
আফরান নিশোর দাগির পোস্টার
ঈদের দিন মুক্তির পর থেকেই সিনেপ্লেক্সগুলোয় হাউসফুল যাচ্ছে সিনেমাটি। তাই দর্শকের চাহিদায় সিনেমার শো বাড়ছে স্টার সিনেপ্লেক্সে। আগামীকাল শুক্রবার থেকে সিনেমার ২৪টি করে শো চলবে এই মাল্টিপ্লেক্স চেইনে।
এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘মুক্তির প্রথম শো থেকেই আমাদের সব শো হাউসফুল যাচ্ছে। আমি ফেসবুকে বলেছিলাম “দাগি” সুপারহিটের পথে। শো বাড়ার মধ্য দিয়ে এর প্রমাণ হয়েছে। দর্শকের চাহিদায় আগামীকাল থেকে স...