চলতি বছরে বিশ্বব্যাপী বক্স অফিসের শীর্ষে রয়েছে চীন। অনলাইন পরিসংখ্যান প্ল্যাটফর্ম মাওয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বক্স অফিসে অবদান রাখা শীর্ষ তিনটি চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘ন্য চা ২’,ডিটেকটিভ চায়নাটাউন ১৯০০’ এবং ‘ক্রিয়েশন অফ দ্য গডস ২: ডেমন ফোর্স’।
অ্যানিমেটেড ব্লকবাস্টার ‘ন্য চা ২’ টিকিট বিক্রির শীর্ষে রয়েছে, যা বক্স অফিসের ৬০.৭ শতাংশ।
সূত্র: সিএমজি বাংলা