Friday, July 18
Shadow

ট্রোলিং নয়, সত্যিকারের চরিত্রে মুগ্ধ সারা

আবারও আলোচনায় সারা আলি খান। অনুরাগ বসুর পরিচালনায় আসন্ন ছবি ‘মেট্রো… ইন দিনো’-তে এক শহুরে, আধুনিক মেয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। সারা বলেন, চরিত্রটি গ্ল্যামারস নয়, বরং বাস্তব এবং সহজ–সরল। এমন চরিত্রে আগে অভিনয়ের সুযোগ হয়নি তাঁর। সবটাই ছিল পরিচালক বাসু দার ভাবনার ফসল।

ছবিতে সারার সঙ্গে জুটি বেঁধেছেন আদিত্য রায় কাপুর। তাঁদের রসায়ন ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে ট্রেলার এবং গান মুক্তির পর। আদিত্য সম্পর্কে সারা বলেন, ‘‘উনি খুবই সহজ মানুষ, সহ–অভিনেতাদের স্বাচ্ছন্দ্য দেন। ওনার সঙ্গে কাজ করে দারুণ লেগেছে।’’

ট্রোলিং প্রসঙ্গেও খোলামেলা সারা। বললেন, ‘‘এসব এখন আর গায়ে মাখি না। জানি, আমি যা–ই করি, কেউ না কেউ কিছু বলবেই। তবে আমার মা এসব পড়ে কষ্ট পান, সেটা খারাপ লাগে।’’

২০০৭ সালের ‘লাইফ ইন অ্যা মেট্রো’-র সিকুয়েল ‘মেট্রো… ইন দিনো’ মুক্তি পাচ্ছে ৪ জুলাই। ছবিতে রয়েছেন আরও অনেক তারকা—নীনা গুপ্তা, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কণা সেন শর্মা, আলী ফজল ও ফাতিমা সানা শেখ। সংগীত পরিচালনায় প্রীতম, কণ্ঠে অরিজিৎ সিং। কলকাতা, মুম্বাই, দিল্লি ও বেঙ্গালুরুর চার ভিন্ন স্বাদের প্রেমের গল্পে গাঁথা ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *