
প্রতিমাসেই চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস
চীনা বিনিয়োগকারীদের সকল ধরনের সমস্যা জানতে ও তার দ্রুত সমাধানে প্রতি মাসের ১০ তারিখ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ২৬ সদস্যের চীনা বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।২০২৫ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন-বাংলাদেশ অংশীদারিত্ব প্ল্যাটফর্মের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডওয়্যার হোল্ডিংস লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পলিন নান। এসময় অধ্যাপক ইউনুস প্রত্যেকের মতামত শোনেন। চীনা প্রকল্প ও বাংলাদেশে কর্মরত চীনা কোম্পানিগুলোর খোঁজ খবর নেন।প্রধান উপদেষ্টা বলেন, এদেশে বিনিয়োগ পরিস্থিতির জটিলতার সমাধান করে এখন বিনিয়োগবান্ধব নীতিমালা ও অবকাঠামোর জন্য সংশ্লিষ...