Tuesday, April 1
Shadow

চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার বিকালে চার দিনের সফরে চীনে পৌঁছেছেন। হাইনান প্রদেশের ছিয়োংহাই বোআও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে তাকে স্বাগত জানান হাইনানের ভাইস গভর্নর এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম।

সম্প্রতি সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। দক্ষিণ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিতব্য বোআও ফোরাম ফর এশিয়া ২০২৫ বার্ষিক সম্মেলনের আগে এই মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উচ্চপর্যায়ের এই সম্মেলন চলবে।

সাক্ষাৎকারে ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘নিঃসন্দেহে আমাদের অবস্থান হলো চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা। আমরা চীনকে ভালো বন্ধু হিসেবে দেখতে চাই, যাতে বিদ্যমান সব ক্ষেত্রে আমাদের সম্পর্ক আরও বিস্তৃত হয়।’

তিনি আরও বলেন, চীনা বিনিয়োগ আকর্ষণ, জনগণের মধ্যে বিনিময় বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ।

‘আমরা চাই বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আসুক, আরও বেশি সহযোগিতা হোক এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হোক। চীন একটি সুপারপাওয়ারের মতো জেগে উঠেছে। এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি-সমৃদ্ধ দেশ। আমরা অবশ্যই এসব ক্ষেত্রে সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই।’ যোগ করেন শফিকুল আলম।

সূত্র: সিএমজি বাংলা

ছবি: বাংলাদেশের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *