চীনের ডিজিটাল অর্থনীতি ও সমন্বিত কম্পিউটিং নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ চীনের হাইনান প্রদেশের লিংশুই শহরে প্রথম আন্ডারওয়াটার ইন্টেলিজেন্ট কম্পিউটিং কেন্দ্র চালু হয়েছে।

কেন্দ্রটি ইতোমধ্যেই এআই প্রশিক্ষণ, গেম উন্নয়ন ও সামুদ্রিক গবেষণায় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে এবং চীনের জাতীয় সবুজ শক্তি ও কম্পিউটিং নেটওয়ার্কের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
হাইক্লাউড টেকনোলজির হাইনান শাখার উপ-মহাব্যবস্থাপক ওয়াং শিহুয়া বলেন, কেন্দ্রটি পানির ব্যবহার কমাবে, বিদ্যুৎ ও ভূমির সাশ্রয় করবে। এ ছাড়া এটি অধিক নির্ভরযোগ্য, নিরাপদ এবং এতে তথ্য আদান-প্রদানে বাধা থাকবে অনেক কম।
হাইনান কম্পিউটিং সেন্টারের ক্ষমতা ৩০ হাজার উচ্চ-কর্মক্ষমতাসম্পন্ন কম্পিউটারের সমান। এর জ্বালানি ব্যবহার সূচক ১.১২ থেকে ১.১৫, যা স্থলভিত্তিক কম্পিউটিং কেন্দ্রগুলোর তুলনায় ৩০-৪০% বিদ্যুৎ সাশ্রয়ী।
সূত্র: সিএমজি