Thursday, April 3
Shadow

Pushpa 3: বড় আপডেট! প্রযোজক জানালেন টাইমলাইন

‘Pushpa: The Rise’ এবং ‘Pushpa: The Rule’ এর ব্যাপক সাফল্যের পর, ভক্তরা অধীর আগ্রহে তৃতীয় কিস্তির অপেক্ষায় ছিলেন। অবশেষে, ‘Jaat’ সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্টে প্রযোজক নাভীন ইয়েরনেনি ঘোষণা করেছেন যে, ‘Pushpa 3’ আসছে এবং এর নাম রাখা হয়েছে ‘Pushpa: The Rampage’!

Pushpa 3 update news

নাভীন ইয়েরনেনি জানান, “বর্তমানে চলমান সিনেমাগুলো শেষ হলেই আমরা ‘Pushpa 3’-এর কাজ শুরু করব, যা প্রায় দুই বছর পর হবে।” তার এই ঘোষণার পর ভক্তদের উত্তেজনা তুঙ্গে ওঠে। অর্থাৎ, ২০২৭ সালের দিকে সিনেমাটি ফ্লোরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সুকুমার পরিচালিত এবং আল্লু অর্জুন অভিনীত ‘Pushpa’ সিরিজ ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছে। দুর্দান্ত কাহিনি, মারকাটারি অ্যাকশন ও অনবদ্য অভিনয়ের জন্য এই ফ্র্যাঞ্চাইজিটি বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করেছে। প্রথম কিস্তি ‘Pushpa: The Rise’ বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল, আর সিক্যুয়েল ‘Pushpa: The Rule’ ইতিহাস গড়ে এক ধাপ এগিয়ে গেছে।

এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে, Mythri Movie Makers ‘Pushpa’ ইউনিভার্সকে আরও বিস্তৃত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রযোজক ইয়েরনেনি আরও বলেন, “আতলি ও আল্লু অর্জুনের নতুন সিনেমা? আমরা সেটি প্রযোজনা করছি না, তবে এটি শিগগিরই শুরু হতে যাচ্ছে।”

প্রসঙ্গত, ‘Pushpa 3’ এর ঘোষণা দ্বিতীয় কিস্তির এন্ড ক্রেডিটেই করা হয়েছিল। তবে শোনা যাচ্ছিল, আল্লু অর্জুনের হাতে আগে থেকে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী, ভক্তদের এই নতুন অধ্যায়ের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *