আজকের কাগজ

চীনের প্রথম আন্ডারওয়াটার ইন্টেলিজেন্ট কম্পিউটিং কেন্দ্র হাইনানে

চীনের ডিজিটাল অর্থনীতি ও সমন্বিত কম্পিউটিং নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ চীনের হাইনান প্রদেশের লিংশুই শহরে প্রথম আন্ডারওয়াটার ইন্টেলিজেন্ট কম্পিউটিং কেন্দ্র চালু হয়েছে।

hainan China underwater computing center

কেন্দ্রটি ইতোমধ্যেই এআই প্রশিক্ষণ, গেম উন্নয়ন ও সামুদ্রিক গবেষণায় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে এবং চীনের জাতীয় সবুজ শক্তি ও কম্পিউটিং নেটওয়ার্কের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

হাইক্লাউড টেকনোলজির হাইনান শাখার উপ-মহাব্যবস্থাপক ওয়াং শিহুয়া বলেন, কেন্দ্রটি পানির ব্যবহার কমাবে, বিদ্যুৎ ও ভূমির সাশ্রয় করবে। এ ছাড়া এটি অধিক নির্ভরযোগ্য, নিরাপদ এবং এতে তথ্য আদান-প্রদানে বাধা থাকবে অনেক কম।

হাইনান কম্পিউটিং সেন্টারের ক্ষমতা ৩০ হাজার উচ্চ-কর্মক্ষমতাসম্পন্ন কম্পিউটারের সমান। এর জ্বালানি ব্যবহার সূচক ১.১২ থেকে ১.১৫, যা স্থলভিত্তিক কম্পিউটিং কেন্দ্রগুলোর তুলনায় ৩০-৪০% বিদ্যুৎ সাশ্রয়ী।

সূত্র: সিএমজি

Exit mobile version