Saturday, July 5
Shadow

২০২৫ সালের প্রথমার্ধে চীনে আইপিও আবেদনে রেকর্ড

চীনের এ শ্রেণির শেয়ারবাজারে ২০২৫ সালের প্রথম ছয় মাসে মোট ১৭৭টি কোম্পানি প্রাথমিক শেয়ার বাজারে আসার (আইপিও) আবেদন জমা দিয়েছে, যা আগের পুরো বছরের মোট আইপিও আবেদনকে ছাড়িয়ে গেছে। এই তথ্য প্রকাশ করেছে শাংহাই, শেনচেন ও বেইজিংয়ের তিন প্রধান শেয়ারবাজার কর্তৃপক্ষ।

জুনে আইপিও আবেদনের সংখ্যা ছিল সর্বোচ্চ—এক মাসেই জমা পড়ে ১৫০টি আবেদন।

বিশ্লেষকদের ধারণা, আইপিও আবেদন বৃদ্ধির নেপথ্যে রয়েছে নির্ধারিত রিভিউ ডেডলাইন এবং নতুন সহায়ক নীতিমালা। চীনা কোম্পানিগুলোর আর্থিক বিবরণী সাধারণত ছয় মাস পর্যন্ত বৈধ থাকে, ফলে জুনে আবেদন করলে তাদের আর্থিক ডেটার বৈধতা বাড়ে।

এছাড়া, চীন সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনেরপক্ষ থেকে আইপিও-বান্ধব নীতিমালার প্রকাশ হয়। বিশেষ করে ‘তারকা বাজার’-এ ক্ষতিগ্রস্ত কোম্পানির তালিকাভুক্তি পুনরায় চালুর ঘোষণার পরও কোম্পানিগুলোর আগ্রহ বেড়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *