
বেইজিংয়ে বৃহস্পতিবার শুরু হওয়া ১৩তম ওয়ার্ল্ড পিস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষা ও বৈশ্বিক শাসনব্যবস্থা উন্নয়নের ওপর জোর দেনচীনের ভাইস-প্রেসিডেন্ট হান চেং।
তিনি বলেন, ‘শতাব্দীর সবচেয়ে বড় পরিবর্তন এখন দ্রুত বিশ্বজুড়ে ঘটছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিরোধ ও উত্তেজনা বেড়েই চলেছে।’
এই বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের জাপানবিরোধী বিজয় এবং জাতিসংঘ গঠনের ৮০ বছর পূর্তির প্রসঙ্গ টেনে হান বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সব দেশের উচিত একসাথে শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা।
ফোরানে হান চেংয়ের ৪টি প্রস্তাবে রয়েছে—জাতিসংঘের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থা, আইন এবং জাতিসংঘ সনদের ভিত্তিতে গঠিত আন্তর্জাতিক শৃঙ্খলা সুরক্ষা করা, ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে বৈশ্বিক শাসনব্যবস্থা উন্নয়ন, উন্মুক্ত সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক সমৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধিকে উৎসাহ দেওয়া।
পরস্পর সহায়তার মাধ্যমে আধুনিকায়নের পথে এগোতে উন্নয়নশীল দেশগুলোর উদ্বেগ গুরুত্বসহকারে বিবেচনা করে বৈষম্য দূর করার কথাও বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক কূটনৈতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ প্রায় ৪০০ অতিথি অংশ নেন।
সূত্র: সিএমজি