
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের সিছাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে বৃহস্পতিবার একটি নতুন পরীক্ষামূলক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছেচীন।
বেইজিং সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে ‘লং মার্চ-৪সি’ ক্যারিয়ার রকেটে করে উৎক্ষেপণ করা হয় শিইয়ান-২৮বি ০১স্যাটেলাইটটি। এটি নির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে।
এই স্যাটেলাইট মহাকাশ পরিবেশ পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট প্রযুক্তি পরীক্ষার কাজে ব্যবহৃত হবে।এটি লং মার্চ রকেট সিরিজের ৫৮৩তম সফল উৎক্ষেপণ মিশন।
সূত্র: সিএমজি