
ইরানের পারমাণবিক ইস্যুতে রাজনৈতিক সমাধানের পথে আসার আহ্বান জানিয়েছে চীন। বুধবার এক নিয়মিত প্রেসব্রিফিংয়ে এ আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং।
মাও নিং বলেন, মধ্য প্রাচ্যে সম্প্রতি এক গুরুতর সংঘাত শুরু হয়েছে এবং এর পটভূমি ও কারণ স্পষ্ট। চীন একটি স্থায়ী ও কার্যকর যুদ্ধ বিরতির বাস্তবায়ন দেখতে চায় এবং মধ্য প্রাচ্যে শান্তিও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্রিয় ভাবে কাজ করতে আগ্রহী।
তিনি আরও বলেন, ইরানের পারমাণবিকইস্যু শান্তিপূর্ণ, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত। আমরা আশা করি সব পক্ষ একই লক্ষ্যে কাজ করবে, যেন বিষয়টি আবার রাজনৈতিক সমাধানের পথে ফিরে যায়।
সূত্র: সিএমজি