Thursday, March 27
Shadow

১৯৬ দেশে চীনের টিসিএম

চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি টিসিএম এখন ১৯৬টি দেশ ও অঞ্চলে পৌঁছেছে, যা বিশ্বব্যাপী চীনা সংস্কৃতির প্রচারে সহায়তা করছে এবং সভ্যতার মধ্যে যোগাযোগের সেতু তৈরি করছে। শুক্রবার বেইজিংয়ে ১৪তম চীনা গণরাজনৈতিক পরামর্শক সম্মেলনের তৃতীয় অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন দেশটির রাজনৈতিক পরামর্শক সু ফেংছিন।

chinese TCM

সু বলেন, ‘টিসিএম শুধু সরকারি সমর্থন নিয়ে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়তে পারে না, এটি তার নিজস্ব শক্তির ওপরও নির্ভর করে।’ তার মতে, এই চিকিৎসার কার্যকারিতাই আন্তর্জাতিকভাবে এর গ্রহণযোগ্যতা অর্জনে সহায়তা করছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *