বিয়ের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় বার্মা। তাদের বিচ্ছেদের গুঞ্জনে সরগরম বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল এই তারকা জুটির। তবে সম্পর্কের মাঝে দেখা দেয় টানাপোড়েন। তামান্না দ্রুত বিয়ে করে সংসারী হতে চাইলেও বিজয় নাকি সে সিদ্ধান্তে রাজি ছিলেন না। হবু কনের চাপের মুখে অস্বস্তিতে পড়ে যান তিনি, যার ফলে তাদের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়।
তামান্না বর্তমানে মধ্য ত্রিশে। পরিবার থেকেও বিয়ের জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল। এ কারণেই তিনি প্রেমিককে দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিতে বলেন। তবে এ নিয়ে শুরু হয় মতানৈক্য ও বাকবিতণ্ডা। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে শেষ পর্যন্ত নিজেদের সম্পর্ক না এগোনোর সিদ্ধান্ত নেন দু’জনেই।
একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, তারা পারস্পরিক সমঝোতায় বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন, তবে বন্ধুত্ব অটুট থাকবে।
প্রসঙ্গত, মাসখানেক আগেও তাদের বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এমনকি তারা একসঙ্গে নতুন বাড়ি কেনার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় সবকিছু। এখন তারা শুধুই ‘ভালো বন্ধু’।
তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি তামান্না ও বিজয়।