রপ্তানি বাড়াতে উৎপাদন ও গবেষণায় জোর দিচ্ছেন চীনের ইলেকট্রিক ট্রাইসাইকেল নির্মাতারা।
২০২৪ সালে দেশটি সাড়ে ৬ লাখ বিদ্যুৎচালিত ট্রাইসাইকেল রপ্তানি করেছে, যার মোট মূল্য ৫৫০ কোটি ডলার। ২০২৩ সালের চেয়ে এটি ১০ শতাংশ বেশি।
চ্যচিয়াং প্রদেশের ছাংসিং কাউন্টির একটি কারখানা বসন্ত উৎসবের পর থেকে প্রতিদিনই বিদেশি অর্ডার পাচ্ছে। উৎপাদন বাড়াতে তারা নতুন যন্ত্র স্থাপন করেছে, যাতে প্রতি ১০ মিনিটে একটি ট্রাইসাইকেল তৈরি হচ্ছে।
কোম্পানির জেনারেল ম্যানেজার ওয়াং কুয়োফু জানালেন, ‘আমাদের কাছে এখন এক হাজারেরও বেশি ইলেকট্রিক ট্রাইসাইকেল প্রস্তুত আছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৪ শতাংশ বেশি। ইউরোপ, আমেরিকা ও এশিয়ার উন্নত দেশগুলোতে রপ্তানি করছি। জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিক্রি ১৩ মিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে।’
চিয়াংসু প্রদেশের উসি শহরের আরেক প্রতিষ্ঠানও প্রতিদিন এক হাজারেরও বেশি ইলেকট্রিক ট্রাইসাইকেল রপ্তানি করছে।
আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেশি যাত্রী ও মাল পরিবহনের প্রয়োজন হয়, তাই সেখানকার বাজারের জন্য তিন ও চার চাকার যান তৈরি করছে চীনের কোম্পানিগুলো।
উসি কাস্টমস কর্মকর্তা সিয়াও ছুন জানান, ২০২৪ সালে উসির ২৯৯টি প্রতিষ্ঠান ইলেকট্রিক বাইক ও মোটরসাইকেল রপ্তানি করেছে। এতে মোট আয় হয়েছে ৩৩০ কোটি ইউয়ান।