চীনের প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এটি শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা এবং উদ্ভাবনী দক্ষতা গড়ে তুলতে সাহায্য করছে।
২০২৪ সালে চীনের শিক্ষা মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ নীতি ঘোষণা করে, যার উদ্দেশ্য হলো ২০৩০ সালের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এআই শিক্ষা কোর্সের পূর্ণ কভারেজ নিশ্চিত করা।
এখন শিক্ষার্থীরা দুই ধাপে এই শিক্ষা গ্রহণ করবে। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা এআই’র সঙ্গে পরিচিত হবে। মাধ্যমিকের শিক্ষার্থীরা এআই প্রকল্পে দক্ষতা অর্জন করবে।
পরে এআই রোবট এবং প্রোগ্রামিং কোর্সের মাধ্যমে, একটি ভবিষ্যতমুখী শিক্ষা বিপ্লব শুরু হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
সিছুয়ান এম্বডিড ইনটেলিজেন্ট রোবট টেকনোলজির সিইও ফং চেনইউ জানান, আমরা এখন ভবিষ্যত স্পষ্টভাবে দেখতে পারি। ১০ বা ২০ বছর পর, এই শিক্ষার্থীরা যখন কাজ করতে শুরু করবে, তখন তারা অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্বে প্রবেশ করবে। তাই এখন থেকেই তাদের এআই শেখা উচিত।
কিছু প্রাথমিক বিদ্যালয়ে এআই প্রোগ্রামিংয়ের মাধ্যমে ছোট রোবট তৈরি করার বাধ্যতামূলক কোর্সও রয়েছে।
সূত্র: সিএমজি বাংলা