Saturday, April 19
Shadow

“স্মৃতির পাতায় মেরিটাইম”: ছবি-গল্পে মেরিটাইম ইউনিভার্সিটির অনন্য স্মৃতি

সাদিকুর রহমান সাদি, মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি: বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জীবনের নানা রঙিন মুহূর্ত এবার ধরা পড়বে ছবির ফ্রেমে ও গল্পের পাতায়। সামাজিক মাধ্যমভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম “মেরিটাইম কথন” প্রথমবারের মতো আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা “স্মৃতির পাতায় মেরিটাইম – ছবি ও গল্পে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি”। ১ হাজার ফলোয়ার পূর্তিকে কেন্দ্র করে আয়োজিত এই ইভেন্টে অংশ নিতে পারবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

মেরিটাইম ইউনিভার্সিটি ছবি আহ্বান

প্রতিযোগীরা সর্বোচ্চ তিনটি নিজস্ব তোলা ছবি জমা দিতে পারবেন, যার প্রতিটির সঙ্গে থাকবে একটি সংক্ষিপ্ত শিরোনাম ও ৩০০ শব্দের মধ্যে লেখা গল্প। জমা দেওয়া ছবিগুলো বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট হতে হবে এবং গ্রহণযোগ্য ফরম্যাটে (JPEG, JPG বা PNG) থাকতে হবে। ছবি হতে হবে সম্পূর্ণ মৌলিক এবং কোনো ওয়াটারমার্ক বা অতিরিক্ত ম্যানিপুলেশন থাকা যাবে না।

ছবিগুলো “মেরিটাইম কথন” ফেসবুক পেজে প্রকাশিত হবে এবং প্রতিযোগীদের মধ্যে বিজয়ী নির্ধারণ করা হবে লাইক-কমেন্ট (৫০%) এবং বিচারকের নম্বর (৫০%) এর ভিত্তিতে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় ক্রেস্ট ও সনদপত্র।

এই আয়োজনের Silver Sponsor হিসেবে রয়েছে AAROT – আড়ৎ ও ZxF69। পাশাপাশি Media Partner হিসেবে রয়েছে Publician Today এবং ভোরের বাণী নিউজ মিডিয়া। আর Club Partner হিসেবে যুক্ত হয়েছে BMU Photography Club।

ছবি ও গল্প পাঠানোর শেষ তারিখ ২৩ এপ্রিল, ২০২৫।

আয়োজকদের মতে, “এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিটি মেরিটাইম শিক্ষার্থীর স্মৃতি নতুন আলোয় উদ্ভাসিত হবে – যা শুধু ক্যাম্পাস নয়, গড়ে তুলবে এক অনন্য মেরিটাইমিয়ান কমিউনিটি।”

লেখক: প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *