বার্সার মাঠে এক গোল বন্যা দেখলো দর্শকরা। খেলার ১২ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার তোরেস গোল করে বার্সাকে ১-০ গোলের লিড এনে দে। তারপর শুরু হয় সেল্টা ভিগোর স্ট্রাইকার ইগলেসিয়াস তাণ্ডব। এই স্ট্রাইকারের তাণ্ডবে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের ৬৩ মিনিটে ৩-১ গোলে পিছিয়ে পরে স্বাগতিক বার্সেলোনা। এরপরই শুরু হয় রাফিনহা ম্যাজিক। ৬৪ মিনিটে দানি ওলমোকে দিয়ে গোল করান এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এর চার মিনিট পরই গোল করে বার্সাকে সমতায় ফেরান রাফিনহা। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে ৪-৩ গোলের জয় উপহার দেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এই জয়ে লা লিগার শিরোপার আরও কাছে চলে গেলো বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের চেয়ে ১ ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা।
ম্যাচ শেষে বার্সা কোচ ফ্লিক বলেন। আমরা জানতাম সেল্টা ভিগো আমাদেরকে অনেক ভোগাবে। কিন্তু দিনশেষে জয় নিয়ে ফিরতে পেরেছি এটাই স্বস্তির বিষয়।
সেল্টা ভিগোর স্প্যানিশ স্ট্রাইকার ইগলেসিয়াস বলেন। আজকের ম্যাচ দুই দলের জন্য ছিল উন্মুক্ত।যে কেউ জয় নিয়ে ফিরতে পারতো।আমাদের দুর্ভাগ্য আমরা সর্বোচ্চটা দিয়েও আজকে পরাজিত দলে। নিজে হ্যাটট্রিক করলেও দলের পরাজয়ে আমি ব্যথিত।